Durga Puja 2021: মহা সপ্তমীতে পুজো প্যান্ডেলে কাজল, সুমনা চক্রবর্তীরা

2021-10-12 38

মহা সপ্তমীর পুজো চলছে ধুমধাম করে। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন জায়গায় চলছে দেবীর আরাধনা। সোমবার বোধনের পর, মহা সপ্তমীর কলা বউ স্নান। একের পর এক আচার অনুষ্ঠানের মাধ্যমে সপ্তমীর আচার চলছে। যার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সামিল বলিউড তারকারাও।