Durga Puja তে গাইডলাইন, নবান্নের নির্দেশ মেনে পুজো

2021-10-05 14

এবারে পুজোর প্যান্ডেল ফাঁকা রাখতে হবে৷ প্যান্ডেলের বাইরে ভিড় করা চলবে না৷ প্রত্যেককে মাস্ক পরতে হবে৷ আয়োজন করা যাবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ প্যান্ডেলের চারপাশে ভিড় জমানো যাবে না বলেও জানানো হয়েছে৷