সাতটা বড় কচ্ছপ- সহ তিনজনকে গ্রেফতার করল ব্যান্ডেল জিআরপি থানার পুলিশ। দূরপাল্লার একটি ট্রেন থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটির ট্টেনে ওঠার সময় তিনজন মহিলাকে আটক করে জিআরপি। তাদের ব্যাগ থেকে সাতটি বেশ বড় সাইজের কচ্ছপ উদ্ধার হয়। এক একটি কচ্ছপের ওজন পনেরো থেকে কুড়ি কেজি। জেরায় ওই তিনজন জানায়, বিক্রির জন্য উত্তরপ্রদেশ থেকে ওই কচ্ছপ নিয়ে আসছিল তারা। ধৃত তিনজনকেই শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করে জিআরপি।