উপনির্বাচন নিয়ে ব্যস্ত বিধায়ক, স্কলারশিপের ফর্মে সই নিয়ে ভোগান্তি পড়ুয়াদের

2021-10-01 0

উপনির্বাচন নিয়ে কলকাতায় বিধায়ক। এদিকে, ডাবগ্রাম ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে স্কলারশিপ প্রকল্পের ফর্ম জমা দিতে জেলা পরিষদের সামনে ভিড় জমিয়েছিল পড়ুয়ারা। তবে বিধায়ক অনুপস্থিত থাকায় সই নিতে সমস্যা পড়তে হল তাদের। রাজ্য সরকার হাইস্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য স্কলারশিপ প্রকল্প চালু করেছে। সেই ফর্মে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য, বিডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতির সই এবং ইনকাম সার্টিফিকেট দরকার হয়। সেই সমস্ত দরকারি সই নিতে হয়রানির শিকার হতে হয় পড়ুয়াদের।

Videos similaires