Durga Puja 2021: পিতৃপক্ষের অবসানেই মহালয়া, সূচনা উৎসবের

2021-09-28 7

মহালয়া দিয়েই বাঙালির দুর্গা পুজোর শুভ সূচনা হয়৷ 'আশ্বিনের শারদ প্রাতে'.. রেডিও ও টিভিতে এই সুর ভেসে আসার সঙ্গে সঙ্গেই বাঙালির প্রাণের উৎসবের দিন গোনা শুরু হয়ে যায়৷ পিতৃপক্ষের অবসানের দেবী পক্ষের সূচনাতেই যেন উৎসবের জোয়ার চলে আসে বাঙালি হৃদয়ে৷