শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগের ৫টি কৌশল । BD SHARE MARKET TIPS FOR BEGINNERS

2021-09-17 186

Share market investing tips is Bangla. Learn how to invest in the stock market in Bangladesh. Beginners tips to invest in the stock market.
এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার বাজারে বিনিয়োগের ৫টি কৌশল তুলে ধরতে চাই। তবে একটি বিষয় স্পষ্ট করে নিতে চাই, তা হলো এই কৌশল মেনে চললেই আপনার ১০০ ভাগ Confirm লাভ হবে তা কিন্তু নয়, তবে লাভ হওয়ার সম্ভবনা বেড়ে যেতে পারে। আসুন বিনিয়োগের ৫টি কৌশল দেখে নেই।

১। দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারণ।
২। আবেগ নিয়ন্ত্রণ।
৩। বিনিয়োগের প্রাথমিক জ্ঞান অর্জন।
৪। বিনিয়োগে বৈচিত্রকরণ।
৫। লোন থেকে দূরে থাকা।


শেয়ার মার্কেটের খেলাটা বুঝতে শিখুন | Share Market | Stock Market for Beginners in Bangla
যদি জীবন-সমস্যার সমাধান এর ভিডিও গুলো দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন এবং আপনি আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে এবং আরও উন্নত করতে সাহায্য করতে চান, যাতে করে আপনার মতোই অন্যরাও উপকৃত হতে পারে, তাহলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে গিয়ে আপনি আমাদের support করতে পারেন।
Support Link: https://rzp.io/l/DonateSFLP

যদি আপনি আপনার বন্ধুবান্ধব, প্রতিবেশী বা আপনার আত্মীয়দের share market এ টাকা invest করার বিষয়ে জিজ্ঞাসা করেন তবে তাদের বেশিরভাগই আপনাকে নিরুৎসাহিত করবেন এবং বলবেন যে ওটা "জুয়া খেলারই অন্য একটা রূপ"। অনেকে এখনও বিশ্বাস করেন যে stock price ওঠা নামা করার পিছনে কোনও "যুক্তি" নেই। যারা share market থেকে প্রচুর অর্থ উপার্জন করেন তারা কেবল "ভাগ্যবান"। অন্যদিকে, মজাদার ঘটনাটি হল বিশ্বের প্রায় সমস্ত কোটিপতিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেয়ার বাজারের মাধ্যমে তাদের বিপুল সম্পত্তি অর্জন করেছেন। "প্রত্যক্ষ ভাবে" বলতে নিজে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং "পরোক্ষভাবে" বলতে নিজের কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, ওয়ারান বুফেট সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে তার ভাগ্য তৈরি করেছিলেন, যেখানে বিল গেটস তার কোম্পানি মাইক্রোসফ্ট কে share market এ তালিকাভুক্ত করে তার সৌভাগ্য অর্জন করেছিলেন। এমনকি ভারতেও, আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার মতো অনেক কোটিপতি বিনিয়োগকারীদের দেখতে পাবেন যারা তাদের সম্পূর্ণ সম্পদ সরাসরি share market এ টাকা invest করে তৈরি করেছেন।

আপনার মনে হয়ত এই প্রশ্নগুলো আসতে পারে -
1. "উচ্চ-মানের স্টক" বলতে কী বোঝায় এবং সেগুলি কীভাবে নির্বাচন করবেন?
২. সঠিক সময়ের জন্য ধরে রাখা বলতে কী বোঝায়?
৩. কখন কোন স্টক কেনা উচিত এবং কখন বিক্রি করা উচিত?
৪. ক্ষতি এড়াতে এবং লাভের পরিমাণ সর্বাধিক করার জন্য কীভাবে স্টক পোর্টফোলিওটি তৈরি করা উচিত?

এই বইটাতে একদম সহজ ভাষায় কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে, যা যে কেউ চাইলেই শিখতে পারে -
১. কিভাবে একটা কোম্পানির মাত্র দুটো জিনিস, Return On Equity (ROE) এবং Debt To Equity ration এই দুটো জিনিস দেখেই আপনি সেই কোম্পানির স্টকটি কতটা ভালো বা মন্দ চট করে বিচার করে ফেলতে পারবেন।
২. কোন কোম্পানির ম্যানেজমেন্ট কতটা ভালো বা মন্দ সেটা সেই কোম্পানীতে না গিয়েই, কিভাবে ঘরে বসেই আপনি বিচার করতে পারবেন।
৩. লাভের পরিমাণ সর্বাধিক করার জন্য কখন কোন স্টক কেনাবেচা করবেন এবং কিভাবে আপনার স্টক পোর্টফোলিও তৈরি করবেন।
৪. একটা ১০ টাকার স্টক কীভাবে এক হাজার টাকার একটা স্টক এর তুলনায় ব্যয়বহুল হতে পারে। এবং
৫. বেশিরভাগ বিনিয়োগকারীরা যে সাধারন ভুলগুলি করেন, সে গুলোকে কিভাবে এড়িয়ে চলবেন।