ফুটবল বিশ্বের মহা তারকা লিও মেসির বড় হয়ে উঠাই যেন বার্সেলোনায়। বার্সেলোনা মানেই যেন মেসির আরেকটি পরিবার। ২০০০ সাল থেকে ২০২১ সাল, মাঝে কেটে গেছে ২১টি বছর। দুই দশকেরও বেশি সময়ে বার্সেলোনাকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এনে দিয়েছেন অনেক অর্জন। শেষ ১৭ মৌসুমে ৩৫টি শিরোপা জিতেছেন বার্সার পক্ষে। চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ে রয়েছে তার অবদান।আজ সেই পরিবারটিকে ছেড়ে যেতে হবে হয়তো এটা ভেবেই মেসির চোখ অশ্রু জলে সিক্ত। যেন কথাই বলতে পারছিলোনা মেসি।