Shahriar Nafees Amazing batting in ICL -- 72* NOT OUT from 60 Balls.

2021-08-29 4

Shahriar Nafees Amazing batting in ICL -- 72* NOT OUT from 60 Balls
শাহরিয়ার নাফিস ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য তারকা। ভারতের মাটিতে, ভারতীয় দর্শকের সামনে ভারতীয় বোলারদের পিটিয়ে করলেন সারা! আইসিএলের এই ম্যাচে ৬০ বলে ৭২ করে ঢাকা ওয়ারিওর্স কে এনে দেন ৮ উইকেটের বিশাল জয় চান্দিগড় লায়ন্সের বিপক্ষে।
এই ম্যাচটি কে কে দেখেছেন? বাংলাদেশ ক্রিকেটের পুরনো ফ্যানদের দেখতে চাই! কমেন্ট করে জানিয়ে দিন শাহরিয়ার নাফিসকে নিয়ে আপনার মতামত!

Shahriar Nafees Ahmed is a former Bangladeshi cricketer, who played all formats of the game, and was also a former T20I captain for Bangladesh.He made his One Day International debut for Bangladesh in 2005 against England, and later the same year played his first Test.