গোষ্ঠী কোন্দলের জেরে পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জটিলতা অব্যাহত

2021-08-10 3

বেলাগাম গোষ্ঠী কোন্দলের জেরে পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জটিলতা অব্যাহত। এবার পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে প্রধানকে শাসানোর অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল নেতা মোজাম্মেল সাহের বিরুদ্ধে।

প্রধান শর্মিলা মালিকের অভিযোগ, হাটশিমুল গ্রামের কিছু সমস্যা নিয়ে সেখানকার কয়েকজনের সঙ্গে তিনি তার অফিস রুমে আলোচনা করছিলেন। সেই সময় মোজাম্মেল সাহ তার সাথে দুই ব্যক্তিকে নিয়ে অফিস রুমে ঢুকে অশ্রাব্য ভাষা প্রয়োগ করে তাকে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার কথা বলেন। পরে পঞ্চায়েত কর্মীরা অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল সাহ কে পঞ্চায়েত থেকে বার করে দেয়।

এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করে সোমবার সন্ধ্যায় বর্ধমান থানায় মোজাম্মেল সাহ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রধান শর্মিলা মালিক।

অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল সাহ বলেন, আমি একজন সাধারন মানুষ হিসাবে জানতে গিয়েছিলাম কেন এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে না। উল্টে প্রধান মেজাজ হারিয়ে তার টেবিলে থাকা কাগজপত্র ফেলে দেন। এমনকি প্রধানের বিরুদ্ধে দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহন না করারও অভিযোগ তোলেন মোজাম্মেল সাহ। তবে দলীয় কোন্দল যে পর্যায়েই থাক না কেন তার ফল যে সাধারন মানুষকেই ভোগ করতে হচ্ছে তা বলা বাহুল্য।

Videos similaires