Modi-র প্রশংসায় কেঁদে ফেললেন মহিলা হকি খেলোয়াড়রা

2021-08-06 4

দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত পদক হাতছাড়া হল ভারতীয় মহিলা হকি দলের। টোকিও অলিম্পিক্সে চতুর্থ কোয়ার্টারে পিছিয়ে যান রানি রামপালরা। পুরুষদের হকি দল ব্রোঞ্জ জিতলেও দুর্দান্ত লড়ে, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে হারতে হয় রানিদের৷