টানা ৪১ বছর পর অলিম্পিকে পদক এল ভারতে। পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয় ভারতের। পুরুষদের হকিতে ভারতের এই ব্রোঞ্জ জয়কে কার্যত \'ঐতিহাসিক\' বলে বর্ণনা করছে দেশের সব মহল। ফলে উচ্ছ্বসিত গোটা দেশ।