তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম চারদিনের সফরে রাজধানী দিল্লি (Delhi)আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি অনুযায়ী, ২৭ তারিখ মমতা হাজির হতে পারেন সংসদে। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হওয়ায় দলনেত্রীর সংসদে অবাধ যাতায়াতের রাস্তা খুলে গিয়েছে। সেখানে অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতে পারেন তিনি।
মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে। তৃণমূল সূত্রে খবর, ওই দিন বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁদের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।
সংসদে বাদল অধিবেশন চলাকালীন প্রতি বারের ন্যায় এ বারও দিল্লি আসার কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই মতো তিন দিনের সফরে সোমবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তবে অন্য বারের তুলনায় মমতার এ বারের সফর বিশেষ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে। কারণ আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী দলগুলিকে জোট বাঁধার প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে চান তিনি। তার জন্য সনিয়া গাঁধী থেকে শুরু করে শরদ পওয়ার-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতার সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা রয়েছে।
এদিকে দিল্লি পৌঁছানোর পর মমতা ব্যানার্জীর সফর সঙ্গী মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন !