Higher Secondary Result 2021:আজ প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল

2021-07-22 35

করোনা আবহে বাতিল হয়েছে জোড়া পরীক্ষা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিকল্প নম্বর-বিধি।উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে।

আজ সেই পরীক্ষার ফল প্রকাশ। সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

Videos similaires