নচিকেতা'র সবচেয়ে সাহসী-প্রতিবাদী গান __ একদিন ঝড় থেমে যাবে - নচিকেতা __ Nachiketa Chakraborty

2021-07-21 8

Song: Ek Din Jhor Theme Jabe Singer: Nachiketa Chakraborty Lyrics & Compose: Nachiketa Chakraborty Album: Ke Jay (1994)
এক দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ এ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ.. তবু পথ চাওয়া অবিরাম, ধুসর আকাশ আজ, কাল নেবে বধু সাজ এই বিশ্বাসেই সংগ্রাম। এক ঘেয়ে একটানা অভ্যেসে দায়ী, গান গেয়ে স্বপ্ন বেচে যাই প্রশ্নেরা তবু সুধোয়, কবে? পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। দুচোখ আষাঢ় হায় খরা আজ চেতনায় প্রত্যাসা ফানুসে বদলায়, ভাসা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়, কাব্যেরা কাঁদে যন্ত্রণায়। এই শরশয্যায় আজ অর্জুন নেভাতে এসে তৃষার আগুন, বহু প্রাণে যদি মিশে যায়, তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এক দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।

Videos similaires