ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান স্মরণে

2021-06-28 1

বেশির ভাগ উদ্যোক্তা যখন অসৎ পথে দ্রুত ধনী হওয়ার পথে হেঁটেছে, তখন লতিফুর রহমান প্রাধান্য দিয়েছেন নীতিকে। সবাই যখন সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যবসা করেছে, লতিফুর রহমান তখন আপস করেননি। অন্য গণমাধ্যমের মালিকেরা যখন চাপে নুয়ে পড়েছেন, লতিফুর রহমান তখন ছিলেন দৃঢ়চেতা। সব মিলিয়ে বাংলাদেশে লতিফুর রহমান একজন বিরল ব্যতিক্রমী উদ্যোক্তা।

মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হয় না। মালিকপক্ষ স্বাধীনতা না দিলে গণমাধ্যম ভীতিহীন ও পক্ষপাতহীন সাংবাদিকতা করতে পারে না। নিজের প্রতিষ্ঠিত দুটি পত্রিকাকে লতিফুর রহমান সেই স্বাধীনতা দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস লেখা হলে লতিফুর রহমানের নাম সেখানে অবশ্যই থাকবে।

Videos similaires