ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান স্মরণে

2021-06-28 917

বাংলাদেশের ওপর লতিফুর রহমানের বিশ্বাস ও ভালোবাসা ছিল শতভাগ। অন্য অনেকের মতো বিদেশে বিনিয়োগ ও নিবাস না গড়ে তিনি সবকিছু বাংলাদেশে করেছেন। এই নীতি মেনে সবাই যদি দেশে বিনিয়োগ করেন, দেশেই সম্পদ গড়েন, তাহলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।

Videos similaires