আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স❤
আশা করি সবাই ভালো আছেন❤
সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ও "রামাজানুল মোবারক"
Motivation Bangla চ্যানেল আমার ইউটিউব জগতে প্রথম চ্যানেল এবং "পরিশ্রম সফলতার মূলমন্ত্র।পরিশ্রম কি কেন।"এই ভিডিওটি আমার প্রথম সরাসরি নিজে উপস্থিত থেকে বানানোর ভিডিও।।তাই এই ভিডিওতে হয়তো কোন কোন জায়গায় ভুল হয়েছে।।শব্দের প্রয়োগে যদি কোন প্রকার ভুল হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।। যে কোন প্রকার পরামর্শ বা অভিযোগ জানাতে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।।নিচে আমার ফেসবুক আইডির লিংক সহ দেয়া থাকবে ইনশাল্লাহ।।
https://www.facebook.com/faysal.chowdury.79(Num 1)
https://www.facebook.com/ahmmed.faysal.9619(Num 2)
যেকোন প্রকার অভিযোগ বা পরামর্শ জানাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দুইটি ফেসবুক আইডিতে।।আমার এই দুইটি ফেসবুক আইডি ছাড়া আর কোনো ফেসবুক পেইজ কিংবা আইডি নেই।। আশা করি কেউ বিভ্রান্ত হবেন না।।আমার সাথে যোগাযোগ করতে হলে এ দুটি আইডির মাধ্যমে যোগাযোগ করতে হবে।।অন্য কোন আইডিতে যোগাযোগ করলে বিভ্রান্ত হবেন এবং এর জন্য আমি কোনভাবেই দায়ী না
আমি ইউটিউব জগতে একেবারেই নবাগত।। আমার ইউটিউব চ্যানেলটি তে তেমন কোনো সাবস্ক্রাইবার নেই।।আশা করি আপনারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন।।যাতে আমি আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরো বেশি করে মোটিভেশন ভিডিও বানাতে পারি এবং লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন।।
❤❤আসসালামু আলাইকুম❤❤
২৯ এপ্রিল ২০২১