ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষোলো নম্বর রেলগেটের সন্নিকটে অবস্থিত শ্রী শীতলা মাতা মন্দিরে বিশেষ পূজা দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস। এই মন্দিরে পূজা দিয়েই ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে তার ভোটের প্রচার শুরু করেছিলেন রাজ চক্রবর্তী।