আর দেখা যাবে না অপু-শাকিব জুটিকে Ar dekhajabe na Apu-Shakib jutike

2021-06-06 1

আর দেখা যাবে না শাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে। এমনটাই জানিয়েছেন শাকিব খান নিজেই। গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, স্বামী-স্ত্রীর অনস্ক্রিন রোমান্স দেখতে পছন্দ করেন না দর্শকরা। এখন হয়তো আপনি দেখতে পছন্দ করবেন (উপস্থাপককে উদ্দেশ করে) কিন্তু দর্শকরা এটা নিতে পারবে না।

Videos similaires