#Spot365newsলকডাউনে কাজ হারিয়েছে হকার বাবা মা অসুস্থ বাড়িতে ছোট্ট দুই বোন। সংসার চালানো দায়িত্ব একাই কাধে তুলে নিল শিশু কন্যা পুষ্পিতা দাশ। সংসারে দুমুঠো অন্য জোগাড় করতে সাইকেলের সামনে মাস্ক নিয়ে রাস্তায় রাস্তায় মাস্ক বিক্রি করতে নেমেছে বেথুয়াডহরি হাসপাতাল পাড়ার বাসিন্দা এর জেষ্ঠ্যা কন্যাপুষ্পিতা দাশ।বেথুয়াডহরি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রায় ছয় মাস আগে স্টেশনে ঘুরে লটারি বিক্রি করত। কিন্তু লটারি বিক্রি বন্ধ তাই সে এই কাজ করছে । আজ বেথুয়াডহরি স্টেশনের সামনে মাস্ক বিক্রি করতে এলে তৃনমুল যুব কংগ্রেসের সদস্যরা তার হাতে রান্না খাবার তুলে দেন। মাস্ক ও কেনা হয় তার কাছ থেকে।এবং প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেবেন তৃনমূল যুব সদস্যরা। অত্যন্ত মেধাবী শিশু কন্যার দুরাবস্থার কথা তার প্রতিবেশী গৌতম সাহা জানান। অভাবে পরেও কোনো অসাধু পথে না গিয়ে এই প্রখর রোদে সংসার বাচানোর দায়িত্ব নেয় ছোট্ট মেয়েটি।