ফেরদৌস আহমেদ, শাকিব খান, নিরব হোসেন, সাইমন সাদিক- ঢাকাই সিনেমার পাঁচ তারকা নায়ক। তাদের হাত ধরে রাজধানীর মহাখালীতে যাত্রা করলো স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেক কেটে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন এই সিনে থিয়েটার উদ্বোধন করেন তারা। এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও সাংসদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠান আলো করে ছিলেন অভিনেত্রী শর্মিলী আহমেদ, রোজিনা, অভিনেতা তারিক আনাম খান, জাহিদ হাসান, অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র, চিত্রনায়িকা নিপুণ, তমা মির্জা, অভিনেত্রী পিয়া জান্নাতুল, শবনম ফারিয়া, আশানা হাবিব ভাবনা, নির্মাতা সালাউদ্দিন লাভলু, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, গোলাম সোহরাব দোদুল, রায়হান রাফি, বুলবুল বিশ্বাস, অনিমেষ আইচ, বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, গীতিকার কবির বকুল, জাহিদ আকবর, গোলাম রাব্বানী, জনি হক, রবিউল ইসলাম জীবন, এ মিজান প্রমুখ।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/534060
#Star_Cineplex_in_Mohakhali