বিশ্বকাপ কি জেতা সম্ভব? সমর্থকদের হতাশ করেননি মাশরাফি || jagonews24.com

2021-06-15 0

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১ মে আয়ারল্যান্ডের বিমানে চড়বে টাইগাররা। তবে আসল লক্ষ্য তো বিশ্বকাপই। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলতে আজ (সোমবার) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা হয়। দলের প্রতি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। তাই মাশরাফি বিন মর্তুজার কাছে ছুটে যায় এমন প্রশ্নও-বিশ্বকাপ কি জেতা সম্ভব?


জবাবে সমর্থকদের হতাশ করেননি টাইগার দলের ওয়ানডে অধিনায়ক। তবে বাস্তবতা অনেক কঠিন সেটাও মনে করিয়ে দিলেন তিনি। 'নড়াইল এক্সপ্রেস' বলেন, ‘শিরোপা জেতার মতো সামর্থ্য অবশ্যই আছে। তবে সমস্যা আমাদের ধারাবাহিকতা। আমরা বড় টুর্নামেন্টে এর আগে শিরোপা জিতিনি। এশিয়া কাপে তিনবারের মধ্যে একবারও যদি জিততাম, হ্যাবিটটা (অভ্যাস) তৈরি হতো। গত চ্যাম্পিয়ন্স লিগেও গুরুত্বপূর্ণ জায়গায় স্নায়ু ধরে রাখতে পারিনি। ফরমেটের কারণে এবার শিরোপা জেতা কঠিন হবে, তবে অসম্ভব নিশ্চয়ই নয়।’

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2PxroVm

Free Traffic Exchange

Videos similaires