শপথ গ্রহণ করলেন উপস্থাপক-উপস্থাপিকারা
2021-06-15
0
প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ (পিপিবি) এর কার্যনির্বাহী কমিটির ৩১ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশন মিডিয়ার এই সংঠনের নবীন-প্রবীণ উপস্থাপক-উপস্থাপিকারা শপথ নেন