মধ্যপ্রদেশের ভোপাল থেতে ৫০০ কিমি দূরে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের প্রতিবাদস্থলে ছেলের বিয়ে দিলেন কৃষক সংগঠনের এক নেতা। কয়েক\'শো কৃষক কেন্দ্রীয় কৃষিবিরোধী আইনের বিরুদ্ধে এই এলাকায় প্রতিবাদে সামিল হয়েছে। কৃষকদের দাবি মেনে নেওয়া না হলে তাঁরা নিজেদের অবস্থান থেকে সরবেন না, বক্তব্য কৃষক সংগঠনের নেতার। কৃষক সংগঠনের নেতা রামজিত সিংয়ের কথায়,\"আমাদের সন্তানদের বিয়ে থাকুক কিংবা অন্য কোনও কারণ, আমরা এই প্রতিবাদস্থল থেকে নড়ব না। সরকারকে কড়া বার্তা এটাই আমাদের।\" সংবিধান রক্ষা করাই তাঁদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য, এই বিষয়টি মাথায় রেখেই শপথ নিলেন সদ্য বিবাহিত এই দম্পতি। সচিন এবং আসমা সিং, এই দম্পতি বি আর আম্বেদকর এবং সাবিত্রীবাই ফুলেকে সাক্ষী রেখে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হলেন। বিয়েতে প্রাপ্ত সমস্ত উপহার-সামগ্রী কৃষক সংগঠনকে দান করলেন এই নব্য দম্পতি, যারা এই আন্দোলনের সূচনা করেন।