Babul Supriyo Attacked At Bhabanipur: ভবানীপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

2021-03-19 6

রাজ্যে প্রথম দফা নির্বাচনের (WB Assembly Elections 2021) আগে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই ভোটের উত্তাপে চড়ছে পারদ। ‘খেলা হবে’ স্লোগান দিয়ে আসরে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সব থেকে কোণঠাসা সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলির তু তু ম্যায় ম্যায় পরিস্থিতিতে যে রাজ্যজুড়ে হিংসার পরিস্থিতি তৈরি হবে। তাতে কোনও সন্দেহ নেই। এর মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুরের এক ধাবায় তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থী। বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। প্রথমে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন তিনি। তবে বাবুলে নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান।

Videos similaires