বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে তৎপর নির্বাচন কমিশন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ। ভোটকেন্দ্রগুলির নিরাপত্তার নিরিখে দু\'ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। বুথের থেকে প্রথম ১০০ মিটার এলাকায় নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী, আর পরবর্তী ১০০ মিটার পরিদর্শনে থাকবে রাজ্য পুলিশ। ভোটের লাইন এবং আইনশৃঙ্খলা দেখবে রাজ্য পুলিশ। প্রথম দফার সমস্ত বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। রাজনৈতিক দলের অস্থায়ী বুথগুলি ভোটকেন্দ্রের ২০০ মিটারের বাইরে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফার সমস্ত বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২১-র নির্বাচনে রাজ্যে ৯৫৫ কোম্পানি আধাসেনা ব্যবহার করা হবে, যা বিগত বেশ কয়েকটি নির্বাচনের মধ্যে সর্বাধিক। নির্বাচন কমিশন জানাচ্ছে, প্রথম দফায় ১১ হাজার বুখের নিরাপত্তায় থাকবে ৭৩২ কোম্পানি আধাসেনা বাহিনী। শুধুমাত্র নির্বাচনী বুথে মোতায়েন রাখা হবে ৬৫৭ কোম্পানি আধাসেনা। ১৪ কোম্পানি আধাসেনা বাহিনী থাকবে সেক্টরের জন্য এবং পোস্টাল ব্যালট টিমের সঙ্গে ৪৬ কোম্পানি বাহিনী থাকবে।