West Bengal Assembly Elections 1987: জ্য়োতি বসু বনাম রাজীব গান্ধির লড়াই দেখেছিল ১৯৮৭-র নির্বাচন

2021-03-24 12

৮ দফায় সম্পন্ন হবে ২০২১ বিধানসভা নির্বাচন, ২৭ মার্চ থেকে শুরু হবে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ২ মে ভোটগণনা এবং ফলপ্রকাশ, বিজেপি নাকি তৃণমূল; জোট কতটা মাথা তুলে দাঁড়াবে স্পষ্ট হবে সেদিন। ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে ২০১১ তে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। প্রায় ১ দশক রাজ্যে ক্ষমতা দখল করে রেখেছে ঘাসফুল শিবির। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে অতীতে ফিরে দেখা যাক ১৯৮৭-র বিধানসভা নির্বাচন। ১৯৮৭ বিধানসভা নির্বাচন, একদিকে জ্যোতি বসুর নেতৃত্বে সিপিআইএম, অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের লড়াই দেখেছিল রাজ্য। সেবছরের বিধানসভা নির্বাচনে খাতা খুলতে ব্যর্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। ১৯৮৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিআইএম  ২১৩টি আসন, সিপিআই ১২ টি আসন, এআইএফবি ৩৪ টি আসন এবং আরএসপি ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। বামফ্রন্টের ছোট অংশীদাররা স্বতন্ত্র টিকিটে ১২ জন প্রার্থীকে নির্বাচনে নথিভুক্ত করে।1