বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান তিনি। ওইদি রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দিন দুয়েক হাসপাতালে থাকার পর ছাড়া পান। রবিবার নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারেই মিছিলে যোগ দেন তিনি। বিকেলে চলে আসেন দুর্গাপুর। আজ সোমবার বেলা দেড়টায় সেখান থেকে পুরুলিয়ার ঝালদায় এসে রাজনৈতিক জনসভা করেন। মঞ্চে থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনটে নাগাদ পুরুলিয়ার বলরামপুরের সমাবেশ থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন, “রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে।” পুরুলিয়ার মাটি থেকে ফের গর্জে উঠলেন মমতা।