Debashree Roy Quits TMC: তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়

2021-03-15 1

দলে পাননি যোগ্য সম্মান, অভিমানে দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দলের সঙ্গে থাকা সম্পর্কের ইতি টানলেন দেবশ্রী। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করার চিঠিতে দেবশ্রী রায় লিখেছেন, \"আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করছি। আমি দলের কোনও পদে না থাকায় পদত্যাগের প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘ ১০ বছর রায়দিঘির বিধায়ক থাকায় দলের যে সম্পর্ক ছিল তা থেকে মুক্তি চইছি। আমাকে দীর্ঘ সময় সাধারণ মানুষের জন্য কাজ করতে দেওয়ায় আমি দলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।\" দু\'দুবারের বিধায়ক, তবে মন্ত্রিত্বের স্বাদ কখনও পাননি দেবশ্রী। দল বা সরকারের কোনও কমিটিতেও জায়গা পাননি, ক্ষোভ দেবশ্রী রায়ের। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার ইচ্ছেটাও অধরা থেকে গিয়েছে তাঁর। তৃণমূল ছেড়ে কী তবে এবার বিজেপিতে দেবশ্রী রায়? সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন তিনি। রাজনীতির চেয়েও অভিনয় জগতই এখন দেবশ্রী রায়কে বেশি আকৃষ্ট করছে, রয়েছে তাঁর হাতে বেশ কয়েকটি অফারও। বিধায়ক হিসেবে বারবার বিতর্ক জড়িয়েছেন দেবশ্রী রায়, এরমধ্যে অন্যতম ছিল টোটো দুর্নীতি।

Videos similaires