Oppo F19 Pro Series India Launch: Oppo F19 Pro+, Oppo F19 Pro এবং Oppo Band Style লঞ্চ দেশে

2021-03-09 2

Oppo F19 সিরিজের Oppo F19 Pro+ এবং Oppo F19 Pro স্মার্টফোন রিলিজ করল Oppo। Oppo F19 সিরিজের পাশাপাশি Oppo Band Style Fitness Tracker লঞ্চ করল সংস্থা। দেশে Oppo F19 সিরিজের বিক্রি শুরু হবে ১৭ মার্চ থেকে আমাজন ইন্ডিয়াতে। Oppo F19 Pro+-র ফিচারে 2400x1080 পিক্সেল রিজলিউশন-সহ রয়েছে  6.4-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। Oppo F19 Pro ডিভাইসে রয়েছে 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে। Oppo F19 Pro+-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অর্থাৎ ৪৮এমপি মেইন ক্যামেরা, ৮এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২এমপি পোট্রেট সেন্সর এবং ২এমপি ম্যাক্রো শুটার। স্মার্টফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬এমপি স্ন্যাপার। Oppo F19 Pro+ এবং Oppo F19 Pro-তে রয়েছে ৪,৩১০ মেগাহার্ৎজ ব্যাটারি। Oppo F19 Pro-তে মিলবে ৮জিবি ব়্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ৮জিবি ব়্যাম+২৫৬ জিবি স্টোরেজ। Oppo F19 Pro+-তে রয়েছে ৮ জিবি ব়্যাম+১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। Oppo F19 Pro+-র দাম ২৫,৯৯০ টাকা, Oppo F19 স্মার্টফোনের দাম ২১,৪৯০ টাকা।