করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে মেট্রোতে বন্ধ ছিল টোকেন পরিষেবা। মেট্রো পরিষেবা (Kolkata Metro) চালু হলেও বন্ধ ছিল টোকেন। ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট লাইনে শুরু হতে চলেছে টোকেন পরিষেবা। রাজ্যে করোনা সংক্রমণ আগের থেকে সামান্য বাড়লেও এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। যাত্রী পরিষেবা স্বাভাবিক করতেই আগের মত টোকেন পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। ১০ মার্চ থেকে মেট্রো সংখ্যাও বাড়াচ্ছে কর্তৃপক্ষ, পাশাপাশি বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমাও। উত্তর-দক্ষিণ মেট্রোয় ট্রেনের সংখ্যা এতদিন ছিল ২৪৪, তা বাড়িয়ে ২৫২ করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন সকাল ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা বেজে ৫০ মিনিট থেকে। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার এবং দমদম থেকে কবি সুভাষগামী ট্রেনও সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।