স্কুল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চের প্রশ্নে হতবাক ধর্ষক। \"ধর্ষিতাকে বিয়ে করবে? নাহলে কারাগারে বন্দি হতে হবে!\" ধর্ষককে এমনই এক প্রস্তাব দেন বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। মহারাষ্ট্রের স্টেট ইলেকট্রিক প্রোডাকশন কোম্পানির কর্মী মোহিত সুভাষ চাবনের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের হয়েছে। এই মামলাতেই আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মোহিত, মামলার শুনানিতেই এমন প্রস্তাব দেয় আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, \"যদি তুমি ওকে বিয়ে করতে রাজি থাক, তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারি। আর তা যদি না পার, তাহলে তুমি তোমার চাকরি হারাবে এবং জেলে যাবে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অপরাধে।\" এরপর মোহিতের আইনজীবী জানান, মেয়েটি যখন পুলিশের দ্বারস্থ হয়েছিল তখন আবেদনকারীর মা মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সে ফিরিয়ে দেয়।