Srabanti Chatterjee Joins BJP: নরেন্দ্র মোদির মতাদর্শে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগ অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির

2021-03-02 5

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। সোমবার কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিলেন শ্রাবন্তী। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বপন দাশগুপ্তও। বিগত কয়েকদিন ধরে একের পর এক টলিউড সেলেবরা যোগ দিচ্ছেন বিজেপিতে। কিছুদিন আগেই যশ দাশগুপ্ত যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। তারপর পায়েল যোগ দেন বিজেপিতে (BJP)।বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, \"আমার নতুন পথচলা শুরু হল আজ থেকে। আমি আপ্লুত। নরেন্দ্র মোদিকে আমি অনুসরণ করি। বিজেপি আমাকে যোগ্য মনে করেছে তাই আমাকে সম্মান দিয়েছে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমিও কাজ করতে চাই বিজেপির সঙ্গে।\" শ্রাবন্তী বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে প্রার্থী করা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এবিষয়ে দলই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটি স্পষ্ট করেন শ্রাবন্তী চ্যাটার্জি। শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের স্বার্থে কাজ করতে চান অভিনেত্রী।