সন্তানকে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হল বছর ২৫-র তরুণীর, ঘটনাটি উত্তর-পশ্চিম দিল্লির। দিল্লির আদর্শ নগরে ঘটনাটি ঘটেছে, গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রাতের অন্ধকারে দু\'টি মহিলা হেঁটে হেঁটে আসছিলেন, সেই সময়ই ঘটে ভয়ঙ্কর এই ঘটনা। এক মহিলার গলা থেকে হার ছিনতাইয়ের চেষ্টা করে ওই ছিনতাইকারী। এরপর দুই মহিলা চরাও হতেই প্রাণে বাঁচতে ছুরি চালায় ছিনতাইকারী, ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। ২৭ ফেব্রুয়ারি রাত ৯.৩০টা নাগাদ ঘটনাটি ঘটে, মার্কেট থেকে বাড়ি ফিরছিলেন সিমরান। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সন্তানকে বাঁচাতে বুকে আগলে রাখেন সিমরান। বড় বোনের সঙ্গে দেখা করতে গত সপ্তাহে পাটিয়ালা থেকে দিল্লি আসেন সিমরান, তার বড় বোনও কানাডা থেকে আসেন দিল্লিতে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ - মহম্মদ আকিবুল এবং শেখ ফারদীন।