ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে কিংবদন্তী গল্ফার টাইগার উডস( Tiger Woods)। লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন মঙ্গলবার সকাল ৭টা বেজে ১২ মিনিট। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দপ্তর থেকে জানা গেছে, গলফ সম্রাট নিজেই ছিলেন চালকের আসনে। গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর জেরে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উডসের দুটি পা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে এয়ারব্যাগ থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন টাইগার উডস। তখন ফায়ার ফাইটাররা তাঁকে উদ্ধারের জন্য আসেন তখনও জ্ঞান ছিল উডসের। ভারতীয় সময় রাত পৌনেদুটো নাগাদ শুরু হয়েছে অস্ত্রোপচার। তবে এর আগে ২০০৯-এও বড়মাপের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন টাইগার উডস। তবে সেবারের আঘেত তুলনায় এবার কিন্তু বেশ খানিকটা জীবন সংকটে গলফ সম্রাট। এদিকে উডসের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।