Satyajit Ray Award: শিয়রে বিধানসভা নির্বাচন, ‘সত্যজিৎ রায় পুরস্কার’ ঘোষণা প্রকাশ জাভড়েকরের

2021-02-23 7

বিধানসভা নির্বাচনে নবান্নই পাখির চোখ। তাইতো রাজ্যের ভোট রাজনীতি একেবারে তুঙ্গে। দুদিন অন্তর অন্তর কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে আসছেন আর একের পর এক প্রকল্পের ঘোষণা করে চলেছেন। বাঙালি আবেগকে জিইয়ে রেখে বাংলার মানুষের মনে গেরুয়া গ্রহণযোগ্যতা বাড়াতে এবার ‘সত্যজিৎ রায় পুরস্কার’ (Satyajit Ray Award) চালু করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। ঘটনাবহুল সোমবারের বারবেলায় নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। আর রাতেই শহরের পাঁচতারা হোটেলে টলি তারকাদের সাহচর্যে ‘সত্যজিৎ রায় পুরস্কার’ চালুর বিষয়টি ঘোষণা করলেন সেই মোদি সরকারের মন্ত্রী প্রকাশ জাভড়েকর। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, এমন সময় বাঙালির আবেগ জয়ে এহেন ঘোষণায় একেবারে জয়জয়কার পড়েছে।

Videos similaires