Narendra Modi At Hooghly: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন এবং বাংলার 'আসল পরিবর্তন'-র বার্তা মোদির

2021-02-23 9

একগুচ্ছে প্রকল্পের উদ্বোধনে সোমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অসম থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে পৌঁছবেন চুঁচুড়ায়। সোমবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিটের কিছু পরে নরেন্দ্র মোদি কলকাতা বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে ডানলপে পৌঁছে সারবেন জনসভা। জনসভার পর পাশের মঞ্চ থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো-সহ বেশ কয়েকটি রেল প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সম্প্রসারিত রুটে মেট্রো চলাচল শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। এখনই বাড়ছে না মেট্রোর ভাড়া। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত কাজের দিনে আপ-ডাউনে মেট্রো চলবে ৭৯ জোড়া। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণ থাকলেও আসছেন না তিনি, এমনটাই সূত্রের খবর। এদিনের অনুষ্ঠানের মঞ্চে হাজির রয়েছেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতা-কর্মীরা।