Bigg Boss 14 Finale: রাহুল বৈদ্যকে হারিয়ে বিগ বস ১৪-র খেতাব জিতে নিলেন রুবিনা দিলেইক

2021-02-22 9

সাড়ে ৪ মাস বিগ বস ১৪-র ঘরে বন্দি থেকে এই সিজনের খেতাব জিতলেন রুবিনা দিলেইক। বিগ বস ১৪-র একদম প্রথম দিন থেকে তিনিই একমাত্র প্রতিযোগী যিনি ১৪৩ দিন টানা ঘরের ভিতরেই থেকেছেন। ৩৬ লাখ টাকা-সহ রুবিনা জিতে নিলেন বিগবসের থার্ড আই। দীর্ঘদিনের এই জার্নিতে অনেক চরাই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছেন তিনি, প্রকাশ্যে এসেছে রুবিনা-অভিনবের ডিভোর্সের চিন্তাভাবনার ঘটনাও। ফাইনালের এক সপ্তাহ আগে অভিনব বিগ বস থেকে কম ভোটের জন্য বেরিয়ে যান। দ্বিতীয় স্থানে রাহুল কৃষ্ণ বৈদ্য এবং নিক্কি তাম্বোলি তৃতীয় স্থানে জায়গা দখল করেছেন বিগ বস ১৪-র। এছাড় টপ ৫-এ জায়গা করে নিয়েছিলেন আলি গনি এবং রাখি সাওয়ান্ত, ১৪ লাখ টাকা নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান রাখি। বিগ বস ১৪-র ফাইনালে মঞ্চে আসেন ধর্মেন্দ্র, শোলে ছবির একটি অংশ অভিনয় করে দেখান তাঁরা।