আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার রণক্ষেত্র মুর্শিদাবাদ। সেখানে মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে কলকাতা যাওয়ার জন্য তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরতে আসছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এই ঘটনায় হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে মন্ত্রীর। তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে দেন কর্তব্যরত চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আহত মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বেলা দশটায় হবে অস্ত্রোপচার। এলাকায় ভাল মানুষ হিসেবে জনপ্রিয়তা রয়েছে জাকির হোসেনের। বুধবার যখন গাড়ি থেকে নেমে দলীয় সমর্থক পরিবৃত হয়ে জাকির হোসেন প্ল্যাটফর্মে আসছিলেন তখন অনেকেই তাঁর ছবি তুলছিলেন। কেউ কেউ ভিডিও করছিলেন।