Amit Shah Rally In Bengal: মতুয়া ভোটবাক্স মজবুতে বাংলায় অমিত শাহ, সিএএ নিয়ে চড়ছে পারদ

2021-02-11 2

তারিখ পে তারিখে আর ভরসা রাখতে পারছে না রাজ্যের রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষ কবে থেকে শুনে আসছেন এবার তাঁরা ভারতের নিঃশর্ত নাগরিকত্ব পাবেন। কিন্তু সিএএ নিয়ে স্পষ্ট করে কিছুই বলছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১০ দিন আগে দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় শেষমুহূর্তে বাংলা সফর বাতিল করেছিলেন অমিত শাহ। তবে মতুয়াদের মন এবারের মতো রাখতে তিনি বদ্ধপরিকর, তাই ঠাকুরনগরে যে মঞ্চে তাঁর সভা করার কথা ছিল, সেই মঞ্চ খোলা হয়নি। ঠিক দশদিন পর আজ বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই রাজ্যের মতুয়াদের উদ্দেশ্যে আশার বার্তা দেবেন এই বিজেপি নেতা। তবে শুধু মতুয়ারাই নয় ভোট বৈতরণী পার করতে বিজেপির জরুরী রাজবংশীদের সমর্থন। সেকারণে শাহর আজকের সফরসূচির শুরুতে রয়েছে কোচবিহার। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। রাজ্যে আসন্ন বিধানসভা উফলক্ষে পদ্মশিবির যে রথযাত্রার সূচনা করেছে তার চতুর্থপর্বের উদ্বোধনও হবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে।

Free Traffic Exchange

Videos similaires