Happy Teddy Day Wishes In Bengali: সময় যত বাড়ে প্রেম তত মধুর হয়। প্রেমে উপহারের মূল্য এক একজনের কাসে এক একরকম। কারও পছন্দ নতুন বইয়ের গন্ধ, কারও আবার প্রেমিকের দেওয়া পাট ভাঙা শাড়ি কিংবা প্রেমিকার দেওয়া পাঞ্জাবি। কারও আবার প্রেমের দিব্যিই যথেষ্ট। অনেকটা ভালোবাসজুড়ে রয়েছে এই ভালোবাসার সাতদিন ব্যাপী উদযাপন। ভ্যালেন্টাইন উইকের আজ চতুর্থী, টেডি ডে। আজ আপনার প্রেমিক, প্রেমিকার জন্য ছোট্ট হোক কিংবা ইয়া বড় টেডি নিয়ে হাজির হতেই পারেন। প্রিয়জনের মুখের হাসিটা গুরুত্বপূর্ণ, টেডির সাইজটা নয়। তাই মনের মানুষের মন বুঝে তাঁকে সারপ্রাইজ দিন। বাচ্চারাই মূলত টেডি বিয়ার একটু বেশিই পছন্দ করে। তাই উপহারে যে টেডিই দিতে হবে এর কোনও বাধ্য বাধকতা নেই। মিষ্টি যে কোনও উপহার দিতে পারেন। তা লাভ ব্রড হোক কিংবা অন্য কোনও সফ্ট টয়। তা না হলে, লেটেস্টলি (LatestLY) সাজিয়ে এনেছে আপনাদের জন্য মিষ্টি সব হ্যাপি টেডি ডে- (Happy Teddy Day) স্টিকার।