Happy Chocolate Day 2021 Wishes: চকলেট ডে-র শুভেচ্ছা জানান প্রিয়জনকে

2021-02-09 3

Happy Chocolate Day Wishes In Bengali: ভালোবাসার সপ্তাহে আজ চকোলেট ডে। খ্রিষ্টমাস কিংবা হ্যালোইনের মত এটাও একবিংশ শতাব্দীর পশ্চিমি কায়দায় বাঙালির সেলিব্রেশন। শুধু সেলিব্রেশন বললে ভুল হবে, বরং প্রেম যাপন। কয়েকদিন আগেই হলুদ শাড়ি - পঞ্জাবিতে সরস্বতী পুজো কাটিয়েছে রঞ্জনারা ইলু বিলু কিংবা নিতাই। আর তার পরেই ভালোবাসার সপ্তাহ। আরও একবার একুশ মিশবে উনিশে। ফের একবার ভিক্টরিয়া, ট্রামলাইন। বিক্রি বাড়বে আজ ডেয়ারি মিল্ক, কিট ক্যাট। সামনেই ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। তার আগে ভালোবাসার সপ্তাহে গতকাল ছিল প্রপোজ ডে। সপ্তাহের শুরুতেই ভিড় বেড়েছে শহর কলকাতার পার্ক গুলিতে, শীতের আমেজে ইকো পার্কে ভিড় জমাচ্ছেন সব বয়েসের মানুষ। লেটেস্টলি (LatestLY) আজ চকোলেট ডের জন্য আপনাদের জন্য সাজিয়ে এনেছে ভালোবাসার দুর্দান্ত কিছু স্টিকার। সকাল সকাল এই স্টিকারগুলি শেয়ার করে খুশি করুন আপনার প্রিয়জনকে।

Videos similaires