একুশের কবিতা - আল মাহমুদ

2021-02-07 30

একুশের কবিতা | আল মাহমুদ | ২১ শে ফেব্রুয়ারীর কবিতা


একুশের কবিতা
আল মাহমুদ

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

কবিতাঃ একুশের কবিতা
কবিঃ আল মাহমুদ
আবৃত্তিঃ বায়েজিদ


#একুশের_কবিতা
#আল_মাহমুদ
#২১_শে_ফেব্রুয়ারীর_কবিতা
#akusher_kobita
#al_mahmud
#আল_মাহমুদের_কবিতা
#ভাষার_কবিতা
#বায়েজিদের_আবৃত্তি

Videos similaires