যখন করোনা আক্রান্তের সংখ্যা দিনকেদিন কমছে তখন কিন্তু ফের মারণ রোগের কবলে পড়তে পারেন দেশের একটি বড় অংশের বাসিন্দারা। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রতি ৫ জনের মধ্যে ১ জন করোনভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সম্প্রতি এ রকমই তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর একটি সেরলজিক্যাল সমীক্ষায় (ICMR Sero Survey)। তাই আইসিএমআর-এর সতর্কবার্তা বলছে, দৈনিক সংক্রমণ কমেছে বলে করোনাকে অগ্রাহ্য করার পরিস্থিতি কিন্ত এখনও আসেনি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট ১ কোটি ৮ লক্ষের কাছাকাছি মানুষ করোনার কবলে পড়েছে। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা এখন প্রায় দেড় লক্ষ। এখনও পর্যন্ত দেশের ৪৫ লক্ষেরও বেশি মানুষের শরীরে করোনার প্রতিষেধক প্রয়োগ হয়েছে।