Happy Rose Day 2021 Wishes: রোজ ডে-র শুভেচ্ছা লেটেস্টলি বাংলার তরফে

2021-02-05 46

Happy Rose Day 2021 Wishes In Bengali: বসন্তের হাওয়া লেগেছে আকাশে বাতাসে। তীব্র শীতে শিরশিরানি খানিকটা কম। হাওয়ায় এখন ভালোবাসার রোমান্টিসিজম। প্রকৃতিও নিজেকে রোমান্টিসিজমে সাজাচ্ছে। ময়দান, নন্দনে উড়বে লাল হৃদয়ের গ্যাস বেলুন। বিক্রিও হবে প্রচুর। কত না পাওয়া ভালোবাসাকে সফল করার অদম্য চেষ্টা হবে এই সপ্তাহজুড়ে। কারও হৃদয় ভাঙা বেদনা আরও বেদনা দেবে রবীন্দ্র সরোবরের ঝিলে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন দেখে। করোনা সংক্রমণকে তুড়ি মেরেই রাস্তায় রাস্তায় তৈরি হবে অজানা কত প্রেমের গল্প। প্রেমের কবিতা ফুটে উঠবে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। \'পাগলি তোর সাথে কাটাবো বন্য জীবন\' কিংবা \'আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।\' কত প্রেমের নিবেদন হবে। কত মালির বাগান খালি হয়ে গোলাপ আদানপ্রদান হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। বছরের বাকি দিনগুলি ঝগড়াঝাটি, মুখ ভার, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও এই সাতটি দিন ওসব এড়িয়েই যাবেন কপোত-কপোতীরা।