স্মৃতিএক শব্দময় কিন্তু পঙ্কিল রক্তজবা।হয়তবা কখনও কোন ভালো লাগা,কিংবা একবুক লৌহায় মরিচা পরবার মত কুরে কুরে খাওয়া অনুভূতি,কিছু শব্দ কিংবা অনুভূতি অথবা হারিয়ে যাওয়া এবং ফেলে আসাকিছু স্মৃতি। -সানি কবি