২১-র নির্বাচনে বাংলা দখল, ফের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; ২৯ জানুয়ারি রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। দু\'দিনের সফরে রাজ্যের দু\'জায়গায় বড়সড় কর্মসূচি রয়েছে অমিত শাহের, কেন্দ্রীয় এবং সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ৩০ জানুয়ারি, শনিবার সকালে হোটেলে সিআরপিএফ অফিসারদের সঙ্গে বৈঠক সেরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মায়াপুর যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নদিয়ার ইস্কন মন্দির পরিদর্শন করে সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দেবেন, এরপর বনগাঁয় ঠাকুরবাড়িতে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্দেশ্য মতুয়া ভোট বিজেপির দখলে রাখা, ৩০ জানুয়ারি দুপুর ২টো বেজে ৫০ মিনিটে ঠাকুরবাড়ির ময়দানে সভা করবেন অমিত শাহ। ঠাকুরবাড়ির সভা শেষে ফের কলকাতা ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩১ জানুয়ারি হোটেলেই বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে সাড়ে ১০টা নাগাদ রাসবিহারী ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করবেন তিনি। সেখান থেকে সোজা চলে আসবেন অমিত শাহ বিদ্যাসাগর স্ট্রিটে, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তিনি।