রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখনই সম্পর্ক ছেদ নয়, জেলার কোর কমিটি এবং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে ইস্তফা প্রবীর ঘোষালের। দলের প্রতি অভিমানের জেরে সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়ে ২৬ জানুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে বলেন তিনি। নবগ্রাম হীরালাল পাল কলেজের গভর্নিং বডি, প্রশাসনিক ভবন তৈরিতে ভূমিকা রয়েছে প্রবীর ঘোষালের; কিন্তু উদ্বোধন অনুষ্ঠানেই আমন্ত্রণ নেই প্রবীর ঘোষালের। প্রবীর ঘোষালের পরিবর্তে আমন্ত্রণ জানানো হয়েছে কল্যাণ ব্যানার্জিকে, পুরো বিষয়টিকে নোংরা রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। মমতা ব্যানার্জির পুরশুড়ার জনসভায় প্রবীর ঘোষালের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছিল! সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ উত্তরপাড়ার বিধায়ক। পুরশুড়ায় মমতা ব্যানার্জির জনসভায় আমন্ত্রণই জানানো হয়নি বলে দাবি প্রবীর ঘোষালের।