Farmers’ Tractor Rally: দিল্লি সীমান্তে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

2021-01-26 4

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগেই দিল্লির টিকরি সীমান্তে পুলিশের ব্যারিকেড (Police Barricade) ভেঙে ফেললেন আন্দোলনরত কৃষকরা। কয়েকদিন আগেই দিল্লি পুলিশ রাজধানীতে কৃষকদের ট্রাক্টর মিছিলের অনুমতি দেয়। তবে নির্দেশ ছিল, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ-সহ বাকি সরকারি অনুষ্ঠান মিটলে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি রাস্তায় ট্রাক্টর মিছিল কতে পারবেন কৃষকরা। কিন্তু সেই কথামতো কাজ হল না। আন্দোলনকারীদের একাংশ চাইছিলেন আগেই মিছিল বের হোক। তবে শুধু টিকরি সীমান্ত নয়, সিঙ্ঘু সীমান্তেও আগে মিছিল বের করতে চেয়ে একটা গোলমাল শুরু হয়। যদিও সেখানে কৃষক নেতারা ঘোষণা করেন, প্রতিবাদীরা যেন শান্তি বজায় রাখেন। পুলিশের সঙ্গে কথা বলে তাঁরা নিয়ম মেনে ট্র্যাক্টর মিছিল শুরু করবেন।