Republic Day Celebrations At Red Road: রেড রোডে ৭২-তম প্রজাতন্ত্র দিবস পালন

2021-01-26 3

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেড রোডে। কোভিড বিধি মেনে রেড রোডে চলছে ৭২-তম প্রজাতন্ত্র দিবস পালন। রেড রোডে কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল অরিন্দম ধর। অনুষ্ঠানে হাজির রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন হল রেডরোডে। ১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, তবে এই দিনটি ভারতীয়রা ঠিক করেননি। লর্ড মাউন্টব্যাটন ১৫ অগাস্ট দিনটি দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। দেশ স্বাধীন হলেও সংবিধান ছিল না কোনও ভারতের, এরপর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর নতুন সংবিধান রচিত হয় এবং তা গৃহীত হয়।

Videos similaires